Place of Birth: Dhaka, BangladeshBirthday: 08 May 1931Bio: রওশন জামিল (Rowshan Jamil) এর পরিচয় দুটো – তিনি একজন নৃত্যশিল্পী এবং তিনি একজন অভিনেত্রী। শৈশব থেকেই তিনি নৃত্যশিল্পী হিসেবে পরিচিতি লাভ করেন। ১৯৬৭ সালে আলীবাবা চলচ্চিত্রের মাধ্যমে চলচ্চিত্র জগতে যাত্রা শুরু করেন। পরবর্তীতে অভিনয়ের মাধ্যমেই জিতে নিয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার, একুশে পদকের মত পুরস্কার। চলচ্চিত্রে অভিনয় ছাড়াও রওশন জামিল টেলিভিশনে অভিনয় করেছেন। ‘ঢাকায় থাকি’ ‘সকাল সন্ধ্যা’ তার অভিনীত উল্লেখযোগ্য নাটক। নৃত্যশিল্পী গওহর জামিল তার স্বামী। গওহর জামিলের কাছে নৃত্যশিক্ষা গ্রহণের সময়ই তারা প্রণয়াবদ্ধ হন এবং গওহর জামিল ইসলাম ধর্ম গ্রহণ করলে তারা পরিণয়ে আবদ্ধ হন। পরবর্তীতে ১৯৬০ সালে দুজনে মিলে ঢাকাতে নৃত্য প্রশিক্ষন কেন্দ্র জাগো আর্ট সেন্টার প্রতিষ্ঠা করেন। স্বামীর মৃত্যুর পর রওশন জামিল একাই কেন্দ্রটি পরিচালনা করতেন।